মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়ীতা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে ইলা মিত্র শিল্পী সংঘ গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (২০ মে) নগরীর ইলা মিত্র শিল্পী সংঘের সাধারণ সম্পাদক গৌতম পাল এক বিজ্ঞপ্তিতে জানান, প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী প্রবাসে বসবাস করলেও তাঁর হৃদয়ে সর্বক্ষণ বিচরন করে বাংলাদেশ ও বাঙালি। তিনি দূরে থেকেও বাংলাদেশের প্রগতির আন্দোলনকে সহায়তা করেছেন। তিনি এক মৃত্যুহীন প্রাণ। তিনি এদেশের দেশপ্রেমিক, মানুষের মাঝে বেঁচে থাকবেন।