ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ, যুদ্ধে যাওয়ার ঘোষণা

আপডেট: মার্চ ২১, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ

বিক্ষোভ মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

পাবনা প্রতিনিধি :


ফিলিস্তিনের গাজায় শিশু ও নারী গণহত্যাকারী বর্বর ইসরাইলি বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনার সর্বস্তরের তৌহিদী জনতা। বিক্ষোভ সমাবেশ থেকে প্রয়োজনে ফিলিস্তিনে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা পাবনার চাপা বিবি ওয়াকফ মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ, মুখ্য সংগঠক ইউসুফ আরফান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক মিনহাজুর হোসেন রাতুল, শফিকুল ইসলাম শাকিল, রাসেল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ও তাদের দোসররা বলে তারা নাকি শান্তি প্রতিষ্ঠাকারী, অথচ তারাই বিশ্বে অশান্তি প্রতিষ্ঠাকারী। যদি বর্বর ইসরাইলি বাহিনী গণহত্যা বন্ধ না হয় আর যদি মুসলিম উম্মাহ জিহাদের ডাক দেয় আমরা সেই জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছি।
#

 

এ বিভাগের অন্যান্য সংবাদ