ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় নিহত হামাস কমান্ডার! রাফায় মৃত অন্তত ৩৫

আপডেট: মে ২৭, ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ইসরায়েলের পালটা হামলায় নিহত হয়েছে হামাস কমান্ডার! জানা গিয়েছে, রোবববার (২৬ মে) রাতে দক্ষিণ গাজার রাফায় মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে ওই হামলায়। উল্লেখ্য, রোববার সকালে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হামাস। তার পরেই পালটা হামলা তেল আবিবের।

ফিলিস্তিনের স্বাস্থ্য দফতরের পরক্ষ জানানো হয়, রাফায় ইসরায়েলি মিসাইল হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১২ জন। নিজেদের এক্স হ্যান্ডেলে হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনা। তাদের পক্ষে জানানো হয়, রাফায় একটি বসতি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হামলা হয়েছে নির্দিষ্ট এলাকায়। যদিও ফিলিস্তিনের দাবি, উত্তর গাজা থেকে আসা শরণার্থী শিবিরেই হামলা করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনার পক্ষে আরো জানানো হয়, ওয়েস্ট ব্যাঙ্কে হামাসের চিফ অফ স্টাফ নিহত হয়েছে এই মিসাইল হামলায়। মৃতদের মধ্যে রয়েছে হামাসের আরও এক শীর্ষ কমান্ডার। তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। তবে ইসরায়েলের মিসাইল হামলার পরে পালটা লড়াইয়ের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের আমজনতাকে বলা হয়েছে, ইসরায়েলি সেনার গণহত্যার জবাবে এবার উঠে দাঁড়িয়ে জবাব দিতে হবে।

উল্লেখ্য, গত সাত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর মোকবিলায় স্বল্পপাল্লার মিসাইল হামলা চালালেও এবার দূরপাল্লার মিসাইল হামলা চালিয়েছে হামাস। রোববার সকালে তেল আবিবে মিসাইল হামলা হয়েছে বলে দাবি করে জঙ্গিগোষ্ঠীটি। তবে ইসরায়েলের উপর মিসাইল হামলায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পালটা হামলায় রাফায় মৃত্যু হল ৩৫ জনের।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ