ইসরায়েলি হামলায় নিহত ৯২ ফিলিস্তিনি

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :রাফায় একটি কেজি স্কুলসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনির রাতের হামলায় অন্ততপক্ষে ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার শিকার ওই কেজি স্কুলে বাস্তুহারা লোকজন আশ্রয় নিয়েছিল।
সংবাদ সংস্থা এএফপিকে স্থানীয় বাসিন্দা আহমাদ বাসাম আল জামাল বলেন, শিশুরা ঘুমাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই ওই বোমা হামলা চালানো হয়। হামলায় এক শিশু নিহত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে তিন শিশু সেখান থেকে পালাতে সক্ষম হয়।

এদিকে ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান থেকে চালানো হামলায় দুই শিশু নিহত হয়েছে। এছাড়া ইউরোপিয়ান হাসপাতালের কাছে হামলায় একজন নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এছাড়া খান ইউনিসে ইসরায়েলি বাহিনির হামলায় একটি জ্বালানি স্টেশনের ক্ষতি হয়।
খান ইউনিসে একই সঙ্গে বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনির হামলায় অন্ততপক্ষে ২৭ হাজার ২৩৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৬৬ হাজার ৪৫২ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। প্রায় চার মাস ধরে গাজার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ