ইসরায়েলি হামলায় ৬ পরমাণু বিজ্ঞানী নিহত, নিশ্চিত করলো ইরান

আপডেট: জুন ১৩, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি ভবন। ছবি: এপি

সোনার দেশ ডেস্ক:


ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়েদুন আব্বাসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতে একাধিক লক্ষ্যবস্তুতে চালানো ইসরায়েলি হামলায় এই বিজ্ঞানীরা নিহত হন। এদের মধ্যে মোহাম্মদ মাহদি তেহরানচি ছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির একজন গুরুত্বপূর্ণ গবেষক। তিনি ইসলামিক আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিহত বাকি তিন বিজ্ঞানী হলেন আব্দোলহামিদ মিনৌচেহর, আহমাদ রেজা জোলফাঘারি ও আমিরহোসেইন ফেকহি। এই তিনজনই তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ষষ্ঠ নিহত বিজ্ঞানীর পুরো নাম এখনও প্রকাশ করা হয়নি। কেবল তার পদবী মোতাল্লেবিজাদেহ বলে জানানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
তথ্যসূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ