শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :ফিলিস্তিনের নাগরিকদের ওপর হামলার অভিযোগে ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের ৪ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় মাত্রায়’ পৌঁছেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ওই ৪ ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ এবং দেশটির আর্থিক ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে জো বাইডেন প্রশাসন ওই ৪ ব্যক্তির নাম প্রকাশ করেনি।
ইসরায়েলি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞাকে মার্কিন প্রশাসনের প্রথম একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মিশিগান রাজ্যে ভ্রমণ করার সময় এ ঘোষণা আসে। অঙ্গরাজ্যটিতে আরব-আমেরিকান জনগোষ্ঠীর বড় একটি অংশ বসবাস করে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন