ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না লেবানন: হিজবুল্লাহ

আপডেট: জুলাই ৬, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


ইরানের মদদপুষ্ট লেবাননের হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না লেবানন। রবিবার এক ভাষণে তিনি এ কথা বলেছেন।

নাইম কাসেম বলেছেন, “আমাদের দেশকে রক্ষায় আমরা ইসরায়েলি শত্রুর মুখোমুখি হচ্ছি। সমগ্র বিশ্ব আমাদের নিরুৎসাহিত করার জন্য ঐক্যবদ্ধ হলেও আমরা এই লড়াই অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য কঠিন পরিস্থিতিতেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রাখা।”

তিনি বলেন, “আমরা শান্তি প্রতিষ্ঠা এবং লেবানন গড়ে তোলার জন্য প্রস্তুত। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্যও প্রস্তুত।”

ইসরায়েলি হামলার পর লেবাননের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে তিনি বলেন, “যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে পৌঁছানোর পরে, আমরা লেবাননের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা করব। আমরা লেবাননে দখলদারিত্বকে বৈধতা দেওয়ার অংশ হব না এবং আমরা স্বাভাবিকীকরণ গ্রহণ করব না।”

প্রসঙ্গত, গত বছর থেকে লেবাননের হিজবুল্লাহর নেতাদের ওপর হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় গোষ্ঠীটির অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ