ইসরায়েল হামলায় হামাস প্রধানের তিন ছেলে নিহত

আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


ইসরায়েলি হামলায় হামাস প্রধান হানিয়ার তিন ছেলে নিহত হয়েছে। উত্তর গাজায় এই হামলা চালিয়েছিল ইজরায়েল। প্রসঙ্গত, ইদের দিনও হামলা চালায় ইজরায়েল। হামাস প্রধান হানিয়া জানিয়েছেন তাঁর তিন সন্তান হাজেম, আমির ও মোহাম্মদ সহ বেশ কয়েকজন নাতি-নাতনি মারা গেছেন ইসরায়েলের হামলায়। হানিয়া জানান, তাঁর সন্তানরা ইদ উপলক্ষে শাতি শরণার্থী শিবিরে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়। তিনি আরোে জানান, যুদ্ধের শুরু থেকে এখনও পর্যন্ত তাঁর পরিবারের প্রায় ৬০ সদস্যের প্রাণ গেছে। কাতারে থাকা হামাসের শীর্ষ নেতা ইজরায়েলি বর্বরতার নিন্দা জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, পরিবার ও বাড়িঘরের ওপর হামলা হলেও ফিলিস্তিনি নেতারা পিছু হটবে না।
তথ্যসূত্র: আজকাল অনলাইন