ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় ঢুকে পড়েছে, হামাস কমান্ডার নিহত

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনি হামলা অব্যাহত রেখেছে। বিমান হামলার পাশাপাশি এবার ট্যাংক নিয়ে সেখানে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনি।
এ অভিযানে গাজা নগরীতে হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনি।
সংগঠনটির প্রধান দাবি করেন, ইসরায়েলি সেনারা গাজায় হামাসের এক কমান্ডারকে হত্যা করেছে। ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সাথে জড়িত ছিলেন।

সেনাদের উদ্দেশে করে তিনি বলেছেন, ‘আগে আমরা উত্তর গাজায় জোরালো লড়াই করেছি। এখন দক্ষিণ গাজায় সেটা করা হচ্ছে। ’
একই তথ্য দেয়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনি পরিচালিত রেডিওতে। এতে বলা হয়েছে, খান ইউনিসের উত্তরে অভিযান পরিচালিত হচ্ছে।
সেখানে স্থল হামলায় অংশ নেয়া একটি ট্যাংকের ছবি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কাছে এসেছে। বিবিসি ওই ছবির সত্যতাও নিশ্চিত করেছে।
তথ্যসূত্র: বিবিসি, বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version