মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর স্থানীয় কর্মকর্তা হোসাইনসহ ৯ সদস্য নিহত হয়েছেন। এদের হিজবুল্লাহ এ ঘটনা স্বীকার করেছে।
প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ বলেন, আমার যোদ্ধারা যুদ্ধকে ভয় পায় না। তবে ইসরায়েলের বিরুদ্ধে তার বাহিনির হামলা বাড়ুক, এমন ঘোষণা তিনি এখনই দিতে দিচ্ছেন না।
বৈরুতে হামাসের উপ-প্রধান সালেহ আল আরৌরি নিহত হওয়ার পর দেয়া ভাষণে নাসরুল্লাহ বলেছিলেন, মিত্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ডেপুটি চিফের হত্যা জঘন্য অপরাধ, এরপর আমরা চুপ করে থাকতে পারি না। এই হত্যাকাণ্ড যুদ্ধের বিস্তৃতির কারণ হতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনি জানায়, তারা বুধবার (৩ জানুয়ারি) দক্ষিণ লেবাননের ইয়ারুন গ্রামে ওই হামলা চালায়। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সীমান্ত-যুদ্ধ শুরুর পর এই প্রথম এক দিনে এতোজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হলেন।
ইসরায়েলি বাহিনি বলছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত ৮ অক্টোবর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনির সঙ্গে হিজবুল্লাহ সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহর ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছে। বিপরীতে হিজবুল্লাহর পাল্টা হামলায় ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, জাগোনিউজ