মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তির পর্ব যখন শুরু হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে, ঠিক তখনই ওয়েস্ট ব্যাঙ্কের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলের ‘চর’ সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনা প্রকাশ্যে এলো। শরণার্থী শিবির থেকে ওই দুই ব্যক্তিকে টেনে-হিচড়ে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। তার পর তাঁদের মৃতদেহ বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে দেয়া হয়। শনিবার (২৫ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের তথ্যমতে, ফিলিস্তিনিদের একটি জঙ্গি সংগঠন ওয়েস্ট ব্যাঙ্কের ওই শরণার্থী শিবিরে যায়। তারা সেখান থেকে দুই ফিলিস্তিনিকে তুলে নিয়ে আসে। ওই জঙ্গি সংগঠনের দাবি, গত ৬ নভেম্বর তুলকারেম শরণার্থী শিবিরে অভিযান চালাতে ইসরায়েলি সেনাকে সহযোগিতা দিয়েছিল এই দু’জন। ওই অভিযানে ইসরায়েলি সেনার সঙ্গে সংঘর্ষে ৩ জঙ্গির মৃত্যু হয়েছিল। এরপরই ‘চরবৃত্তির’ সন্দেহে ওই দুই ব্যক্তিকে ধরে জঙ্গিরা।
দ্য টাইমস অফ ইসরায়েল-এর প্রতিবেদনের তথ্যমতে, নিহতরা হলেন হামজা মুবারক (৩১) এবং আজম জুবারা (২৯)। যদিও হামাস ও ইসরায়েল কোনো পক্ষই এ ঘটনা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।
চুক্তির পর শুক্রবার থেকে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। একই সঙ্গে হামাস জিম্মিদের মুক্তি দেয়ার কাজ শুরু করেছে। অন্যদিকে, ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন