চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নে যাত্রা করলো ইনসাব

আপডেট: মার্চ ৩, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব। রোববার (৩ মার্চ) বিকেলে নতুন কর্মকর্তাদের পরিচয় পত্র প্রদানের মধ্য দিয়ে ইসলামপুর আঞ্চলিক শাখার কার্যক্রম শুরু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক। ইসলামপুর আঞ্চলিক শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রায়হানুল ইসলাম লুনা, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিবুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুনিরুল ইসলাম খোকা, জামিরুল ইসলাম, নাজমুল হোদা, ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ সভাপতি মজিবুর রহমান ভিখু, এমরান আলী, হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, অর্থ সম্পাদক সেলিম রেজা।

আলোচনা সভা সঞ্চালনা করেন ইসলামপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা, দেশের কল্যাণে ও শ্রমিকের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে আঞ্চলিক শাখার ৩০ কর্মকর্তার মাঝে পরিচয় পত্র প্রদান করা হয়।