শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ফাউন্ডেশনের পরিচালক মাহবুব আলমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম (এমফিল)। বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক একেএম মনিরুল ইসলাম। ইমাম প্রতিনিধির বক্তব্য দেন, বগুড়া জেলা হামছায়াপুর নওদাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। সম্মেলনের রাজশাহী বিভাগের ৮ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ ইমামগণ অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় আলেম ওলামা এবং জেলা ও বিভাগ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।