মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক:
চলমান পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ডেপুটি রেজিস্টার জাকিরুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগকে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন। এর প্রতিবাদে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মিলিত হয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন।
সমাবেশে জাকিরুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।
এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি অফিসার সমিতি আন্দোলন করছে। এগুলো তারা করতেই পারে। তবে তারা পোষ্য কোটার পক্ষে বক্তব্য দিতে গিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগকে কটূক্তিমূলক এবং বিদ্রূপপূর্ণ মন্তব্য করেছেন। আমরা ইসলামিক স্টাডিজ বিভাগ সেই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২৪ ঘইমঃার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে।
উক্ত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, চব্বিশ ঘণ্টার মধ্যে জাকিরুল ইসলামকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় আমরা আরও তীব্র আন্দোলনের দিকে এগিয়ে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে জাকিরুল ইসলাম বলেন, আসলে এমনভাবে আমি বলিনি। আমার নামটা মনে আসতেছিল না তাই এ কথা বলেছি। তবে এ বিষয় নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে সরি বলেছি।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে জাকিরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘আপনি যে সাবজেক্টে পড়েন, তাঁর নামই শুনি নাই আমরা। এই সাবজেক্টে পড়েই আপনার এতো বাহাদুরি!’