ইসলামী ব্যাংক মেডিকেলে সার্ভিস উন্নয়নে মতবিনিময় সভা

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল (নওদাপাড়া) রাজশাহীর উদ্যোগে হাসপাতালের সার্ভিস উন্নয়নে ডাক্তারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডাইরেক্টর প্রশাসন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রজেক্টস অফ রাজশাহী, ইমাজ উদ্দিন মন্ডল। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ছানাউল হক মিয়ার সভাপত্তিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর প্রফেসর ডা. সুজন আল হাসান, প্রফেসর ডা. সাঈদ আহমেদ, প্রফেসর ডা. আব্দুর রশীদ, প্রফেসর ড. গোলাম কিবরিয়া ডন, সহযোগী অধ্যাপক ডা. আবেদা খাতুন, সহযোগী অধ্যাপক ডা মো. আব্দুল্লাহ আল কাফী, হাসপাতালের হাসপাতাল ইনচার্জ (ভারপ্রপ্ত) ছামিউল হক ফারুকী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের মার্কেটিং বিভাগের ইনচার্জ মো. রেজাউল ইসলাম উজ্জল ।

এ বিভাগের অন্যান্য সংবাদ