ইয়াসিরের ইনজুরিতে দুশ্চিন্তায় পাকিস্তান

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



টেস্টে বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্রের একটি ইয়াসির শাহ। পাকিস্তান এখন অস্ট্রেলিয়ায়। সামনেই টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই দলটির জন্য দুঃসংবাদ। পিঠের ইনজুরিতে পড়েছেন এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়া সফরে তাই টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে খেলা হবে না তার।
মঙ্গলবার কেয়ার্নসের ক্যাজালি স্টেডিয়ামে দলের সাথে অনুশীলন করছিলেন ইয়াসির। সেখানেই চোট পান। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ইয়াসিরকে কয়েক দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৮ ডিসেম্বর শুরু পাকিস্তানের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ১৫ ডিসেম্বর ব্রিসবেনে শুরু টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজটা ৩ ম্যাচের। এরপর শুরু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ইয়াসির পাকিস্তান দলের বোলিং অ্যাটাকে কতোটা গুরুত্বপূর্ণ তা সবাই জানেন। ২০১৪ সালে তার অভিষেক। দ্রুতই এই লেগি দলে জায়গা পাকা করেছেন। শুরুর পর পাকিস্তানের মাত্র একটি টেস্ট মিস করেছেন ইয়াসির। গত অক্টোবরে। সেটিও ইনজুরির কারণে। ক্যারিয়ারের ২০ টেস্টে ২৭.৮৯ গড়ে ১১৬ উইকেট নিয়েছেন তিনি।
এই বছরই টেস্ট ইতিহাসে দ্রুততম হিসেবে (১৭ টেস্টে) যুগ্ম ভাবে ১০০ উইকেট শিকারের রেকর্ডে নিজের নাম তোলেন ইয়াসির। কিংবদন্তি শেন ওয়ার্নের পর প্রথম লেগ স্পিনার হিসেবে বিশ্ব র‌্যাংকিংয়ের এক নম্বর বোলার হয়েছিলেন। তার আগে পাকিস্তানের লেগ স্পিনার হিসেবে ১ নম্বর হয়েছিলেন মুশতাক আহমেদ। ১৯৯৬ সালে। সুতরাং, পাকিস্তানকে ইয়াসিরের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনায় বসতে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ