বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মার্কিন নেতৃত্বাধীন জোট আবারো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা করেছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এনিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো এই জোট।
মার্কিন কর্মকর্তারও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারো হামলার বিষয়টি স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আল-জাজিরার এক সাংবাদিক জানিয়েছেন, তাছাড়া ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আগের দিন শুক্রবারের হামলায় অন্তত ৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেন হুতিনেতা আবদুল কাদের আল-মোরতাদা।
তথ্যসূত্র: আল-জাজিরা, জাগোনিউজ