বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
জেসমিন নাহার
ফুল হাজার ফোটে পথে ঘাটে মাঠে
সব ফুল প্রাণ পায় না। যারা খুশি দিয়ে
সাজিয়ে রেখেছে তাদের জীবন পথ
তারা জানে না। এ খুশি ধরে রাখার চেয়ে
বিলিয়ে দেওয়া অনেক ভালো।
তুমি তুমি তোমরা সব খুশি ধরে থাকো
আর আমি হাঁটি বিপরীতে। ঠোঁট রাখি
বিলানোর গীতে। এ সুখ, সুখ শুধু
ঢেকে রাখে আমাকে সুখের ছায়া হয়ে।
এসো ভেঙে সব বিভেদের দেয়াল, সব ভুল
মনের বাগানে ফোটায় ঈদময় রাঙা ফুল।