ঈরিবেশ বাঁচাও

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

মো. শোয়েব মাহমুদ


পরিবেশকে যদি বাঁচাতে চাও ভাই,
গাছ লাগানো ছাড়া অন্য উপায় নাই।
গাছ যদি না থাকে ভাই
মৃত্যু ছাড়া উপায় নাই।
গাছেরও আছে প্রাণ,
সকলের থাকা উচিত
তাদের প্রতি টান।

শিক্ষার্থী, ৫ম শ্রেণি, গভ: ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী