সোমবার, ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে এই এলাকার দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাবনা র্যাব-১২। এরা হলো- উপজেলার সাহাপুরের দিয়া মধ্যপাড়ার মৃত শুকচান ফকিরের ছেলে রাশেদুল ফকির (৩৬) ও একই এলাকার কানু মন্ডলের ছেলে হাকিম মন্ডল (৩৭)। শুক্রবার রাতে এদের নিকট থেকে হেরোইন, ৩টি মোবাইল ও হেরোইন বিক্রির ৫ হাজার ৬৯ টাকা উদ্ধার করে র্যাব। পাবনা র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান জানান, সাহাপুর দিয়া পাড়ায় একটি লিচু বাগানে হেরোইন বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর গতকাল শনিবার তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।