মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে অনাবাদি জমিতে ফসল চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) ঈশ্বরদী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক কৃষক এই সমাবেশে অংশ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম খান, কৃষক নেতা সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, জাতীয় পদক প্রাপ্ত কৃষক আব্দুল বারী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুল মুন্নাফ।