ঈশ্বরদীতে অন্ত:স্বত্তা গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর পলাতক

আপডেট: মে ৩১, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে রহস্যজনকভাবে সুমনা খাতুন (১৮) নামে ২ মাসের অন্ত:স্বত্তা এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তবে সুমনার পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে সুমনার শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সুমনা মহাদেবপুর গ্রামের সম্্রাট হোসেনের স্ত্রী ও ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকার সুজন হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী ও শশুর পলাতক রয়েছেন। নিহত সুমনা দুই মাসের অন্ত:স্বত্তা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ মাস আগে মহাদেবপুর গ্রামের সম্্রাট হোসেনের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ে হয় সুমনার। বিয়ের সময় সম্্রাটের পূর্বে আরেকটি বিয়ের কথা তার পরিবার গোপন করে। বিয়ের পরে বিষয়টি জানাজানি হলে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়। এ নিয়ে কথা বললে সুমনাকে তার স্বামী ও শ্বাশুড়িসহ পরিবারের অনেকেই শারিরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করতো। সুমনার বাবা সুজন হোসেন অভিযোগ করে বলেন, শুক্রবারও একই ভাবে আমার মেয়েকে নির্যাতন করে মারার পর অচেতন হয়ে পড়লে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল।

আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version