বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের সচেতন করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ এ সভার আয়োজন করে।
সভায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস এবং সভা সঞ্চালনা করে সাবেক পৌর মেয়র ও ইপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সহসভাপতি আ.ত.ম. শহীদুজ্জামান নাসিম, আকরাম আলী খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলণা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল সরদার, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাইফুল আলম বাবু মন্ডল, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু প্রমুখ।
সভা সুত্রে জানা যায়, দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম জোরদার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতা-কর্মীদের সচেতন করার লক্ষে দিক-নির্দেশনা প্রদান করাসহ সাংগঠনিক কর্মসূচি নিয়ে কার্যনির্বাহী পরিষদের সভায় আলোচনা হয়। এ লক্ষে পৃথক পৃথক আয়োজনে প্রতিটি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এ সভায়। সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সকল ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।