ঈশ্বরদীতে আগুনে পুড়লো কৃষকের বাড়ি

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বসতবাড়িসহ ৬টি ঘর পুড়ে নিঃস্ব হয়েছেন শফের আলী প্রামানিক নামে এক কৃষক। অগ্নিকাণ্ডে ওই কৃষকের বাড়ি ঘরে থাকা মোটরসাইকেল, পানির পাম্প, টিভি, ফ্রিজ, নগদ টাকা, কাপড়চোপড়, আসবাবপত্র, ফসল, খাবারসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর মাদরাসা পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত কৃষক শফের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম জানান, বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে হালকা আগুনের ফুলকি দিয়ে আগুন ধরে। টের পেয়ে বৈদ্যুতিক সংযোগ লাইন বন্ধ করে দেওয়া হলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু বাড়ির কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ