সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন আদিবাসী পল্লিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা মঙ্গলবার (২ মার্চ) ঈশ্বরদী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী দুঃস্থ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ।
ঈশ্বরদীতে সংস্থার নির্বাহী পরিচালক নাছির উদ্দিন ময়নুলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঈশ্বরদীর মুলাডুলি, পাকশী ও দাশুড়িয়া ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা অংশগ্রহন করে তাদের মতামত তুলে ধরেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ফারহানা খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক সেলিম সরদার, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক শৈলেন সরদার, আদিবাসী সুশান্ত মুন্ডারি, অসিত হালদার, রমেন চক্রবর্তী, সন্তোষ সরদার, অর্চনা রাণী প্রমুখ বক্তব্য দেন।