ঈশ্বরদীতে উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: জুন ৬, ২০২৪, ৩:০৪ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী শহরের সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজে যাওয়া আসার পথে বখাটে কর্তৃক ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের দল দশম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে। বুধবার (৫ জুন) স্কুলের পেছনের শিশু বাগানে এ ঘটনা ঘটে।

বুধবারের ওই ঘটনার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (৬ জুন) স্কুল ছেড়ে রাজপথে মানববন্ধন করেছে আহত শিক্ষার্থীর সহপাঠিরা। শিক্ষার্থীদের আয়োজনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় পলাতক বখাটে সিয়ামসহ অন্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহিন, শিক্ষক আব্দুল মান্নান, আহত দশম শ্রেণির ছাত্র সিফাত হোসেনের পিতা রফিকুল হাসান তপন, সিয়ামের সহপাঠী ইসতিয়াক আহমেদ, আবির হোসেন প্রমুখ।

এর আগে বুধবার বখাটে সিয়ামসহ কয়েকজন মিলে দশম শ্রেণির ছাত্র সিফাত হোসেন (১৫) কে ছুরিকাঘাত করে। সিফাতের সহপাঠী আবির জানান, রাস্তায় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল সিয়ামসহ কয়েকজন বখাটে।

তাদের নিষেধ করার জের ধরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে স্কুলের পিছনে আগে থেকে ওৎ পেতে থাকা সিয়াম, আরাফাত, নিরব, নিহালসহ কয়েকজন সিফাতকে মারপিট করে। এক পর্যায়ে সিয়াম সরদার চাকু দিয়ে সিফাতকে কুপিয়ে রক্তাক্ত করে। আহত সিফাতকে উদ্ধার করে প্রথমে কামিনী হাসপাতালে ও পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শরীরে ১৪টি সেলাই দেয়া হয়েছে।

এ বিষয়ে সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন বলেন, ঘটনাটি দুঃখজনক ও অপ্রত্যাশিত। এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্ধুদের মধ্যে গন্ডগোলের সুত্র ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার রাতেই ৩ জনকে আসামী করে মামলা রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ