মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে একদিনে শহীদ মাল (১৬) ও সুমনা খাতুন (১৫) নামের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে এবং দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামে তাদের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শহীদ মাল দাশুড়িয়ার দরগাবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রী, সে পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর মেয়ে।
সোমবার ঈশ্বরদী থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহত স্কুল ছাত্র শহিদ মালের পরিবার থেকে দাবি করা হয়েছে স্মার্ট মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে সুমনার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে কারণ জানা যাবে। ঈশ্বরদী থানায় পৃথক দুটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে জানান ওসি।