মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী প্রতিনিধি
মাঘ মাসের শুরুতেই ঈশ্বরদীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হয়েছে গতকাল শনিবার। ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল শনিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস প্রবাহিত হয়েছে।
আবহাওয়া অফিসের আবহাওয়া রেকর্ডার নাজমুল হোসেন জানান, এ বছরে ঈশ্বরদীতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে মাঘ মাসের প্রথম দিন থেকেই উত্তরাঞ্চলের শীতপ্রবণ এলাকা ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত। গতকাল থেকে ঈশ্বরদীতে শৈত্যপ্রবাহ আরো তীব্র হয়েছে। গতকাল সকাল থেকেই প্রচ- ঠা-া উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে। প্রচ- শীতে কাবু হয়ে পড়েছে জনজীবন।