ঈশ্বরদীতে খিদিরপুর কলেজের লাইব্রেরিয়ানের লাশ উদ্ধার

আপডেট: জুলাই ২৭, ২০২৪, ১:২৩ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে আটঘরিয়ার একটি কলেজের লাইব্রেয়িান কামরুল বাশারের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল বাশার আটঘরিয়ার খিদিরপুর ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানয়, কালিকাপুর থেকে ওই লাইব্রেরিয়ানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে মৃত্যুর কারন জানাতে পারেনি পুলিশ। শনিবার ময়না তদন্ত শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ