ঈশ্বরদীতে গরু চোরের হামলায় যুবলীগ নেতা আহত

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৭ অপরাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


ঈশ্বরদীতে এক গরু চোরের হামলায় যুবলীগ নেতা জসিম বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকায় প্রকাশ্যে রাস্তায় জনসম্মুখে ওই যুবলীগ নেতাকে উপর্যপরি কুপিয়ে রক্তাক্ত করে ওই এলাকার চিহ্নিত গরু চোর সজিব বিশ্বাস।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানিয়েছেন অভিযোগ তদন্ত করে মামলা রেকর্ড করা হবে। আহত জসিম বিশ্বাস সলিমপুর ইউনিয়ন যুবলীগের ১নম্বর ওয়ার্ড শাখার সহসাধারণ সম্পাদক এবং তার ওপর হামলাকারী সজিব বিশ্বাস সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিমপাড়া গ্রামের মৃত ছাত্তার আলী বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, গরু চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য সজিব বিশ্বাসকে পুলিশ চোরাই গরুসহ বেশ কিছুদিন আগে গ্রেফতার করে, তার বাড়ি থেকে সে সময় চোরাই গরুও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেশ কিছুদিন সে কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ওই ঘটনায় যুবলীগ নেতা জসিমকে সন্দেহ করে তার ওপর হামলা করে সজিব। যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে সে। প্রাণ বাঁচাতে জসিম পার্শ্ববর্তী মিষ্টির দোকানে দৌড়ে গেলে সেখানেও তাকে মারধর করে তার মোটরসাইকেল ও দোকান ভাঙচুর করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে সজিব পালিয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ