ঈশ্বরদীতে গাড়ি ভিড়িয়ে এক রাতে পশু চিকিৎসকের ২ গরু চুরি

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে আবু জাফর মিন্টু নামের এক পশু চিকিৎসকের বাড়ির গোয়াল থেকে এক রাতে দুইটি গরু চুরি হয়েছে। উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে এই গরু চুরির ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বারেক মন্ডলের ছেলে।

গ্রাম্য পশুচিকিৎসক আবু জাফর মিন্টু জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও গোয়ালে গরু রেখে তালা মেরে তিনি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাড়ির সামনে একটি ইঞ্জিনচালিত গাড়ি ভিড়িয়ে তার গোয়াল থেকে গরু দুটি চুরি করে নিয়ে যায় চোররা। দুটি গরুর দাম প্রায় পৌনে দুই লাখ টাকা বলে জানান তিনি। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, গরু চুরির অভিযোগ পেয়েছি। ওই এলাকাসহ বিভিন্ন গ্রামে গরু চুরি ঠেকাতে বাড়তি পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ