ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী হত্যার দায়ে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা হাবিব গ্রেপ্তার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাঈম হত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামী ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঘইল গোলাবাড়ীর মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

ঈশ্বরদী থানা ও নিহত নাইদের স্বজনদের অভিযোগে জানা গেছে, মেহেদী হাসান নাঈম ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানীর কম্পিউটার বিভাগে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার দুপুরে কোম্পানীর এডমিন হাবিবুর রহমান হাবিবের সঙ্গে তার পদোন্নতি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটলে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে ইপিজেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে পরে ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২ টার দিকে নাঈম মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা মাসুদুল হক মুক্তার বাদি হয়ে শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, গ্রেপ্তারের পর হাবিবুর রহমান হাবিবকে গতকাল শনিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ