ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে গার্মেন্টস কর্মী মেহেদী হাসান নাঈম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে নিহত নাইমের স্বজন ও এলাকাবাসী। শনিবার (১১ জানুয়ারি) ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গকুলনগর চক্ষু হাসপাতাল সংলগ্ন সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় এ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান নাঈম হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন নিহত নাঈম এর মা চম্পা খাতুন এবং সন্তান সম্ভবা স্ত্রী রিমি খাতুন। মানববন্ধন চলাকালে সড়কে যানজট বেধে গেলে পুলিশের উপস্থিতে প্রায় ১ ঘণ্টা পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

পরে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, মেহেদী হাসান নাঈম ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস এন্ড টেক্সটাইল কোম্পানীর কম্পিউটার বিভাগে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার দুপুরে কোম্পানীর এডমিন হাবিবুর রহমান হাবিবের সঙ্গে তার পদোন্নতি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটলে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে ইপিজেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবণতি হলে পরে ডাক্তারের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২ টার দিকে নাঈম মারা যায়।

এ ঘটনায় নিহতের বাবা মাসুদুল হক মুক্তার বাদি হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে এ ঘটনার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ