ঈশ্বরদীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের শ্রমিকের

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত মিনি স্টিয়ারিং গাড়ির ধাক্কায় রূপপুর প্রকল্পে কর্মরত মামুন হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া আইকে রোডের আলহাজ্ব মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মামুনের বাড়ি রংপুরে হলেও রূপপুর প্রকল্পে কাজের সুবাদে তিনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ায় মনসুর সরদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। বৃহস্পতিবার প্রকল্পের ডিউটি শেষে একটি ব্যাটারিচালিত অটো ইজিবাইকে শহরে আসার সময় আলহাজ্ব মোড়ে বিপরিত দিক থেকে আসা একটি মিনি স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ইজিবাইকের ৫ জন যাত্রী আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ