ঈশ্বরদীতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে স্কুলে শহীদ মিনার নির্মাণ

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

সেলিম সরদার, ঈশ্বরদী  


ঈশ্বরদীতে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হচ্ছে দুইটি স্কুলের জন্য একটি শহীদ মিনার। ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঁড়াগোপালপুর উচ্চবিদ্যালয়ের মাঝামাঝি স্থানে নির্মিত এই শহীদ মিনারটি উদ্বোধন করা হবে আজ সোমবার।
এ উপলক্ষে গতকাল রোববার এক প্রস্তুতি সভায় সাঁড়াগোপালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুই স্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী।
স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা জানান, এই এলাকায় দুইটি স্কুল পাশাপাশি হলেও স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই এলাকায় কোনো শহীদ মিনার ছিল না। প্রতি বছর এই দুই স্কুলের ৯ শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকার অনেকে প্রায় ২ কিলোমিটার দূরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবছর অমর একুশের শ্রদ্ধা নিবেদন করতে ও বিভিন্ন জাতীয় দিবসের আয়োজনে যেতে হয়। এই কষ্টের কথা বিবেচনা করে সম্প্রতি এলাকাবাসী সম্মিলিতভাবে এখানে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সরকারি কিংবা বেসরকারি কোন সহায়তা ছাড়াই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এই শহীদ মিনার নির্মাণ নিয়ে খুশি দুই স্কুলের প্রায় ৯ শতাধিক ছাত্র-ছাত্রী।
সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, এলাকাবাসীর মধ্যে স্কুলের সামনের দোকানদার ও গ্রামবাসী স্বতস্ফুর্তভাবে যে যতটুকু পেরেছে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ