ঈশ্বরদীতে চিকিৎসক কবি আনোয়ারুল ইসলামের ইন্তেকাল

আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:৫৮ অপরাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অডিটর ঈশ্বরদীর প্রবীণ চিকিৎসক ও চারণ কবি ডা. আনোয়ারুল ইসলাম (৭৯) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর পূর্বটেংরি এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে যান। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদের সামনে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন করা হয়েছে। জীবদ্দশায় তিনি ২২টি ছোটগল্প, দেড়শ কবিতা ও ৪০টি ইসলামী গজল রচনা করেছেন। স্থানীয় ও জাতীয় পত্রিকায় তার বহু কবিতা ছাপা হয়েছে। তিনি স্থানীয়ভাবে একাধিকবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পদকপ্রাপ্ত হয়েছেন। ডা. আনোয়ারুল ইসলাম দৈনিক সমকালের পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সাহিত্য ও পাঠচক্র সম্পাদক এবং সাপ্তাহিক ঈশ্বরদীর সিনিয়র রিপোর্টার মাসুদুল ইসলামের বাবা।

এ বিভাগের অন্যান্য সংবাদ