রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আসন্ন ঈশ্বরদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের আনারস প্রতিকের সমর্থনে বিশাল নির্বাচনী শোডাউন করেছে যুবলীগ-ছাত্রলীগ।
সোমবার (১৩ মে) বিকেলে শহরের পোষ্ট অফিস মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের ১নং গেটে পথসভায় মিলিত হয়। মিছিলে আনারস প্রতিকে ভোট চেয়ে শ্লোগান দেন নেতা-কর্মীরা। উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের নেতৃত্বে আয়োজিত মিছিলে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার নিজেও উপস্থিত ছিলেন।
মিছিলে তমাল ছাড়াও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন, জেলা আওয়ামী লীগের নেতা মীর জহুরুল হক পুনো, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস দারা, সাজেদুল করিম সাধু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, ১নং যুগ্ম আহবায়ক সজিব মালিথা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, তোফায়েল আহমেদ রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ যুবলীগ-ছাত্রলীগের প্রচুর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।