মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রজনতার আন্দোলনে হামলা চালিয়ে গুলি বর্ষণ মামলায় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) তাকে শহরের পিয়ারপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রানা এই মামলার এজাহারভূক্ত ৪নম্বর আসামী।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার এক দফা কর্মসূচিতে পাবনা-৪ আসনের তৎকালীন এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানাসহ সশস্ত্র বাহিনী নিয়ে হামলা চালায়। গুলি করে ৪জনকে আহত করা ছাড়াও ভাংচুর, লুটপাট ও পিটিয়ে অন্তত ১৫জনকে মারাক্তকভাবে আহত করে বলে অভিযোগ করা হয়।
এই ঘটনায় ১৫ আগস্ট ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে তৎকারীন এমপি গালিবুর রহমান শরীফকে প্রধান আসামী করে ৭১ জনের নামে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। রোববার পর্যন্ত এই মামলার এজাহারভূক্ত আসামীদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ রানা, পৌর কাউন্সিলর ইউসুফ প্রধান, যুবলীগ কর্মী সজিব শেখ ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালসহ ৪ আসামীকে গ্রেপ্তার করা হলো।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, মাসুদ রানাকে গতকাল রোববার আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারের হাজতে পাঠানো হয়েছে। এর আগে গ্রেপ্তার অন্য আসামীরাও জেলা কারাগারের হাজতে অন্তরীণ আছেন।#