বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
তারা যাত্রী বেশে উঠতো অটো রিক্সায়। এরপর নির্জন স্থানে গিয়ে সুযোগ বুঝে চালকের হাত পা বেঁধে করতো অটোরিকশা ছিনতাই। এমন চক্রের তিন নারী সদস্য সহ চারজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (১৮ জুন) প্রেস নোটের মাধ্যমে পুলিশ জানায়, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোছা. সুখি খাতুন (১৮), নাটোরের লালপুর থানার বালিতিতা (ইসলামপুর) এলাকার সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে আঁখি খাতুন (২০)।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে আসছিল। গ্রেপ্তার করার পর ঈশ্বরদী থানায় মামলা রুজু করে এদের আদালতের মাধ্যমে এদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।