ঈশ্বরদীতে জঙ্গি সন্ত্রাস মাদক ও সাম্প্রদায়িকতাবিরোধী র‌্যালি

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের নেতৃত্বে ঈশ্বরদীতে জঙ্গী, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতাবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে শহরের রেলগেট খায়রুজ্জামান বাবু বাস স্ট্যান্ড থেকে এই র‌্যালি শুরু হয়। এ অনুষ্ঠানের আয়োজক জঙ্গী, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতাবিরোধী কমিটির আহ্বায়ক শাকিবুর রহমান শরীফ কনক জানান, রাসেল আহমেদ তুহিন ‘রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মেডিকেল কলেজ’ এর পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। ঈশ্বরদীতে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। জঙ্গী, সন্ত্রাস, মাদক ও সাম্প্রদায়িকতাবিরোধী কমিটির আহবায়ক শাকিবুর রহমান শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক রাজিব সরকার, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন প্রমুখ। র‌্যালি শেষে বাস স্ট্যান্ড সংলগ্ন মঞ্চে রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন এক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ