ঈশ্বরদীতে জাতীয় শুদ্ধাচার নিয়ে কৌশল কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৪-২৫ সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশিজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরই) এর আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।



বিএসআরআই-এর এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক (ডিজি) ড. ফেরদৌসী ইসলাম।

সভার শুরুতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ে বিএসআরআইয়ের কীটতত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম, সিটিজেন চার্টার বিষয়ে আর্টিস্ট কাম ইলস্টেটর কাজী শ্রেষ্ঠত্ব প্রত্যাশা, তথ্য অধিকার আইন বিষয়ে সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. শফি আল-মামুন এবং অভিযোগ, প্রতিকার ও ব্যবস্থাপনার উপর বক্তব্য রাখেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাঈদা খাতুন।

এ সভায় অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, বিএসআরআই এর গবেষণা পরিচালক ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (টিওটি) ড. ইসমৎ আরা, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির ও নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা।

সভাপতির বক্তব্যে ডিজি ড. ফেরদৌসী ইসলাম বলেন, সরকারের কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য শুদ্ধাচার কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এগুলো যদি সঠিকভাবে, নিয়ম মেনে আমরা সকলে পালন করি, তাহলে নাগরিক সেবায় কোনো কমতি হবে না। তিনি সকলকে সরকারি নির্দেশনা অনুযায়ী নিজ নিজ দায়িত পালন করার অনুরোধ করেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ