মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে জুয়া খেলা নিয়ে তৌহিদুল ইসলাম (৫৪) নামে এক ট্রাক চালককে ছুরিকাঘাতে আহত করেছে আরেক চালক। মঙ্গলবার বিকেল ৫টায় শহরের আলহাজ্ব মোড়স্থ জেলা ট্রাক চালক ও শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত তৌহিদুল ইসলাম শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাক ও কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়ে বসে কয়েকজন ট্রাক চালক জুয়া খেলছিলেন। হঠাৎ তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহরের খটখটি পাড়ার বাসিন্দা লিটন নামের এক চালক তৌহিদুলের পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত চালক লিটনকে ওই অফিসের অন্য শ্রমিকরা বেধড়ক মারপিট করে। তাকেও আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে ট্রাক চালক কার্যালয়ের সভাপতি ও উপজেলা শ্রমিকদলের সভাপতি ভাষা প্রামাণিক বলেন, ভুল বুঝাবুঝি থেকে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটেছে। দুজনেই শ্রমিকদলের কর্মী। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তারা ঈশ্বরদী ফিরলে পরবর্তীতে বিষয়টি মিমাংসা করে দেওয়া হবে।