সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে শহরের রেলগেট পাতিবিল এলাকায় রেললাইনের মধ্যে থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
অঞ্জন পৌর এলাকার কাচারীপাড়া মসজিদ মার্কেটের মুদি ব্যবসায়ী অনন্ত কুমার সাহার বড় ছেলে। তিনি সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে গত ১৬ এপ্রিল তিন মাসের ছুটিতে দেশে আসেন। তারা সপরিবারে পিয়ারাখালী জামতলায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, অঞ্জন দেড় বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। ছুটিতে দেশে আসার পর তার বিয়ের কথাবার্তা চলছিল। শনিবার (২৭ এপ্রিল) রাতে বিদ্যুৎ না থাকায় মাঝরাতে সে বাড়ি থেকে বের হয়। রোববার সকালে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেলর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তিনি কীভাবে কখন কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তা বলতে পারেনি রেল পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা হয়েছে।