ঈশ্বরদীতে তীব্র দাবদাহ, ৪০ ডিগ্রি, তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন

আপডেট: মে ১১, ২০২৫, ১১:০৪ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সূর্যের জ্বলন্ত রশ্মি যেন টগবগে আগুন। শহর, গ্রাম, পথ-ঘাট, সড়ক-মহাসড়ক সবখানেই সূর্যের প্রখরতায় বাতাসেও যেন আগুনের হল্কা। তাপমাত্রার ব্যারিমিটার তীব্র তাপপ্রবাহ ছুঁয়েছে। রোববার (১১ মে) ৪০ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় ঈশ্বরদীতে তেতে উঠেছে প্রাণিকুলও। জীবিকার তাগিদে ছুটে চলা জীবনও ওষ্ঠাগত। এর আগে ঈশ^রদীতে শুক্রবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি তাপমাত্রা পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, রোববার ঈশ^রদীর সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। যা এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। চলমান দাবদাহ আরও বাড়তে পারে বলে জানান তিনি।

এদিকে অসহনীয় ভ্যাপসা গরমে পরিবর্তন এসেছে মানুষের জীবনযাত্রায়। কাজের তাগিদে বাইরে বেরিয়ে তীব্র গরমে অসহ্য কষ্ট সহ্য করতে হচ্ছে তাঁদের। স্বাভাবিক দিনের তুলনায় শহরে যানবাহন ও মানুষের সংখ্যাও কম দেখা গেছে।

ঈশ^রদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহেদুল শাহরিয়ার শিশির হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে জানিয়ে রোববার দুপুরে বলেন, প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। অনেকেই মাথা ঘুরে সংজ্ঞাহীন হয়ে পড়ছে। তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও অনেকেই ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ