শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১টি করে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়েছেন দশজন আদিবাসী ছাত্রী। শনিবার (২৫ জুন) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস উপস্থিত ছিলেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলীসহ আদিবাসী পল্লির নেতৃত্বস্থানীয়রা উপস্থিত ছিলেন।