ঈশ্বরদীতে দুই ভাইয়ের সংঘর্ষে দুই পরিবারের ৮ জন আহত

আপডেট: জুন ১৯, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে জমিজমা নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরদী, পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আকাত প্রামানিক (৬০), তার স্ত্রী রঞ্জনা বেগম, ছেলে শিপন প্রমানিক, আপন ছোট ভাই মিন্টু প্রামানিক (৫২), মিন্টুর দুই ছেলে সুমন প্রামানিক ও সজিব প্রামানিকসহ ৮জন। আহত বাকি দুজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৈত্রিক জমিজমা ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাই আকাত প্রামানিক ও মিন্টু প্রামানিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও হাসুয়া, লাঠি সোটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তাদের স্ত্রী-সন্তানরাও মারামারিতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কয়েকজন রক্তাক্ত জখম হলে তাদের ঈশ্বরদী, পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এক পক্ষ লিখিত অভিযোগ জমা দিয়েছেন, অন্যপক্ষও অভিযোগ করবেন বলে লোকমুখে শুনেছি। অভিযোগ ও ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ