ঈশ্বরদীতে দুদকের মামলায় দৈনিক স্বত:কণ্ঠ’র সম্পাদক গ্রেপ্তার

আপডেট: জুন ৬, ২০২৩, ১০:৫০ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী থেকে প্রকাশিত দৈনিক স্বত:কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর উদ্দিন শফি কাজলকে দুদকের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শহরের মধ্য অরনকোলা এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়। ঈশ্বরদী পৌরসভা ও পুলিশ সূত্র জানায়, ‘নিজপথ’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক থাকা কালে নূর উদ্দিন শফি কাজলের বিরুদ্ধে ঈশ্বরদী পৌরসভার ইউজিআপ প্রকল্পের কাজ বাবদ প্রায় ১৫ লাখ টাকা অর্থ আত্বসাতের অভিযোগ ওঠে। তৎকালীন ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু বাদী হয়ে দুর্নিতী দমন কমিশনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৫ সালের সেই অর্থ আত্বসাত সংক্রান্ত দুদকের মামলায় কাজলের বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা জারি করে আদালত।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২০১৫ সালে নূর উদ্দিন শফি কাজলের নামে দায়ের করা দুদকের একটি মামলায় গ্রেপ্তারী পরওয়ানা ছিল। সেই সূত্র ধরে তাকে সোমবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ