ঈশ্বরদীতে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ‘আমাদের ভাবনায় নজরুল’ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: জুন ১৪, ২০২৫, ২:৫৬ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘নজরুল জয়ন্তী’ উৎযাপন করেছে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। গতকাল শনিবার দিনব্যাপী ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষ্যে ‘আমাদের ভাবনায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, প্রাবন্ধিক ও বিশিষ্ট কবি মজিদ মাহমুদ।

ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ আমিনুজ্জামান, সালামত হোসেন চৌধুরী, শিল্পী সমালোচক রফিক সোলাইমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম. ফজলুর রহমান।

অনুষ্ঠানে নজরুল জন্মজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ ও সদস্য সচিব সংগঠক আশিকুর রহমান লুলু, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এস. আলমগীর, যুগ্মসাধারণ সম্পাদক সেলিম সরদার প্রমুখ বক্তব্য দেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিষদের নিজস্ব শিল্পী ও আমন্ত্রিত শিল্পীরা নজরুল সঙ্গীত ও কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে নজরুল গবেষক, লেখক কবি মজিদ মাহমুদকে বিশেষ সম্মাননা এবং নজরুল সঙ্গীতের ওপর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ শিল্পী আমিনুজ্জামান, সালামত হোসেন চৌধুরী ও রফিক সোলাইমানকে সম্মাননা প্রদান করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ