ঈশ্বরদীতে নতুন কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন করলেন এমপি

আপডেট: এপ্রিল ১, ২০২৩, ১১:০৮ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ঝালেমন নেছা জামিয়াতুল কোরআন কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং নামে নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ঈশ্বরদী পৌর এলাকার নারিচা গ্রামে শনিবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে অসংখ্য মডেল মসজিদ ও মাদ্রাসা নির্মাণ হচ্ছে। তারপরও স্বাধীনতাবিরোধীরা চক্রান্ত করে বলে দেশে ইসলাম নেই। যারা এসব কথা বলেন সেসব দেশ ও ইসলামবিরোধীদের থেকে সতর্ক থাকার আহবান জানান তিনি। ঝালেমন নেছা জামিয়াতুল কোরআন কওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং ইসলাম প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে উল্লেখ করে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি কামনা করেন তিনি। আলহাজ্ব আবুল খায়ের জিন্নাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও ঈশ্বরদী পৌরসভার মেয়র মোঃ ইছাহক আলী মালিথা। বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পৌরসভার কাউন্সিলর আবুল হাসেম, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আঃ খালেক মালিথা, সাবেক কমিশনার আহাদ আলী, ব্যবসায়ী ও সমাজসেবী মিজানুর রহমান রুনু মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন নূর বাজার জামে মসজিদের পেশ ইমাম রাশেদুল আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ