রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে দুরসম্পর্কের এক নানির কটূক্তিমূলক কথায় অপমান সইতে না পেরে রিয়া খাতুন (১৯) ও সাজেদুল ইসলাম (২১) নবদম্পত্তি বিষপান করে। বিষক্রিয়ায় গৃহবধু রিয়ার মৃত্যু হয়েছে। স্বামী সাজেদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। রোববার (৩০ জুন) উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ফটিক মোড়ে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সাজেদুল অচেতন রয়েছেন বলে জানান তাঁর স্বজনরা। নিহত রিয়া ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে এবং সাজেদুল একই ইউনিয়নের চরগড়গড়ি এলাকার আজতব প্রামানিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, একমাস পূর্বে রিয়া ও সাজেদুল পালিয়ে বিয়ে করে। রিয়ার পরিবার বিয়ে মেনে না নিলেও সাজেদুলের পরিবার এই বিয়ে মেনে নেয় নি। এদিকে রোববার রিয়ার দুর সম্পর্কের নানি (চাচির মা) রিয়ার শ্বশুর বাড়িতে গিয়ে রিয়াকে নানা রকম কটূক্তিমূলক কথা বলে এবং থুথু ফেলে তাদের ভালবাসার বিয়ের প্রতি ঘৃণা প্রকাশ করেন। এতে চরমভাবে অপমানিত হয়ে সাজেদুল ও রিয়া অভিমান করে নিজ ঘরে গিয়ে একসঙ্গে বিষপান করে।
বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করে। রোববার রাতে সেখানেই রিয়ার মৃত্যু হয়। এখনো অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বামী সাজেদুল।
রিয়ার শ্বশুর আজতব প্রামানিক জানান, ঘটনার দিন সকালে তিনি রিয়ার দেওয়া ভাত খেয়ে মাঠে কাজে যান। এই সময় রিয়ার ননদ অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ডাক্তারের নিকট যান তার শাশুড়ি। এই সুযোগে রিয়া ও সাজেদুল বিষপান করে। তাদের রামেক হাসপাতালে ভর্তি করার পর রিয়া মারা যায়। সাজেদুলের অবস্থাও ভাল না।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নবদম্পত্তি বিষপান করেছে। এর মধ্যে নববধু রিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনা তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।